Wednesday, April 27, 2011

বাংলা লেখাকে ইউনিকোডে রূপান্তর

ওয়েবসাইটে একই সঙ্গে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইদানীং ওয়েবসাইটগুলোতে ইউনিকোডের ব্যবহার খুব বেশি দেখা যায়। বিজয় কি-বোর্ডের কিগুলোতে বাংলা লেখা থাকায় বিজয় সফটওয়্যার ইনস্টল করে SutonnyMJ ফন্ট নির্বাচন করে খুব সহজেই বাংলা লেখা যায়। কিন্তু অভ্র ইউনিকোডের আলাদা কি-বোর্ড না থাকায় অভ্র ইউনিকোডে বাংলা লিখতে মাঝেমধ্যে সমস্যা হয়। যেমন কোন কি চাপলে কী বর্ণ লেখা হবে, সেটি অনেক সময় মনে থাকে না।তখন অভ্র কি-বোর্ড লে-আউটের সাহায্য নিতে হবে। তবে আপনি ইচ্ছা করলে খুব সহজেই বিজয় দিয়ে লেখা বাংলাকে অভ্র ইউনিকোডের বাংলায় ফন্টে রূপান্তর করতে পারেন। এজন্য বিনা মূল্যে অভ্র-কনভার্টার নামের ২.৪২ মেগাবাইটের সফটওয়্যারটি নামিয়ে নিতে পারেন। http://arcomputertips.blogspot.com/2011/04/bangla-text-to-unicode-converter.html ঠিকানার ওয়েবসাইটে এটি পাওয়া যাবে।ডাউনলোড করে ইনস্টল করার পর সফটওয়্যারটি রান করে পাঁচটি অপশন থেকে তিন নম্বর অপশনটি (*.doc ফাইলের ক্ষেত্রে) নির্বাচন করে Go-এ ক্লিক করুন। এখন Add File-এ ক্লিক করে আপনি যে ফাইলটি রূপান্তর করতে চান, সেটি নির্বাচন করে Convert-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন, আপনার *.doc ফাইলটি ইউনিকোড *.doc ফাইলে রূপান্তরিত হয়েছে এবং লেখার ফন্ট SutonnyMJ থেকে পরিবর্তন হয়ে vrinda ফন্ট হয়েছে। এই সফটওয়্যার দিয়ে আপনি টেক্সট ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাকসেস প্রভৃতি সফটওয়্যারের ফাইল ইউনিকোডে রূপান্তর করতে পারবেন। আবার এই সফটওয়্যার দিয়ে আলপনা, প্রশিকা, প্রবর্তন প্রভৃতি ফন্টে লেখা বাংলা লেখাকেও ইউনিকোডে রূপান্তর করতে পারবেন।

Tuesday, April 19, 2011

দুই ক্লিকেই কম্পিউটার চালু

সাধারণত কম্পিউটারের সুইচ চেপে কমিপউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del কি চেপে Bios-এ প্রবেশ করুন। তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power On my Mouse নির্বাচন করে Enter দিন। Double Click নির্বাচন করে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারবেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদার বোর্ডেও এই পদ্ধতি পাওয়া যেতে পারে।

Monday, April 18, 2011

সহজে ওয়েব ঠিকানায় যাওয়া

ওয়েবসাইট দেখার সফটওয়্যারগুলোর ওয়েব ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) দ্রুত যাওয়া যায় একটি কি চেপেই। ইন্টারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্সে F6 চাপলেই হয়। আর অপেরার ক্ষেত্রে F8 চাপতে হয়। আবার CTRL+L চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়।

Saturday, April 16, 2011

বাংলা বানান ঠিক করে দেবে ফায়ারফক্স

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান রয়েছে। সেটি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা হয়। ভুল বানানটির নিচে লাল দাগ পড়ে। এই সুবিধা পেতে হলে প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/bengali-bangladesh-dictionary ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Add to Firefox-এ ক্লিক করতে হবে।নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন। একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই ফায়ারফক্সে যুক্ত হবে। এরপর Restart Firefox-এ ক্লিক করুন। এটি বন্ধ হয়ে আবার খুলবে। এখন ফায়ারফক্স দিয়ে কোনো কিছু যেমন ওয়েবসাইট, ব্লগ, মেইল প্রভৃতি খুলে লেখার স্থানে কোনো কিছু বাংলায় লিখে মাউসের ডান বাটনে ক্লিক করে Language থেকে Bangla(Bangladesh) নির্বাচন করুন। এরপর কোনো কিছু লিখলে দেখবেন, ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে।

Thursday, April 14, 2011

Bangla Text to Unicode Converter

Avro Converter is the first free all-in-one Unicode Bangla document converter for Windows. Now, there is no need to use web service based services for plain text conversion, while you have hundreds of old files and you want to keep their formatting intact. With Avro converter, you can convert your old ASCII/ANSI based Bangla documents to latest Unicode Standard, without loosing you document formatting! The current release supports conversion from-
Avro Converter supports a variety range of document conversion by OLE Automation method. So, in a rare number of cases you will need to use Copy>Paste text conversion (which is also supported). The current release supports-
  • Copy>Paste text conversion directly from clipboard
  • Plain text file (*.txt) conversion
  • Rich text file (*.rtf) conversion
  • Microsoft Word Document file (*.doc, *.docx) conversion
  • Microsoft Access Database (*.mdb) conversion
Features:
  • Bijoy to Unicode
  • Alpona Professional to Unicode
  • Proshika Shabda to Unicode
  • Proborton to Unicode
Avro Converter 6.0(2.42MB)  (Download)

ইউটিউবে ভিডিওর নিচে ডাউনলোড অপশন

ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের ভিডিও নামানোর জন্য (ডাউনলোড) সরাসরি কোনো লিংক না থাকায় তা সংগ্রহে অনেক সমস্যা হয়। ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যোগ করে খুব সহজেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়। https://addons.mozilla.org/en-US/firefox/downloads/latest/10137 ঠিকানার ওয়েবসাইটে গেলে নতুন একটি উইন্ডো আসবে। সেখান থেকে Install Now-এ ক্লিক করলে একটি সফটওয়্যার ইনস্টল হবে। এরপর Restart Firefox বাটনে ক্লিক করলে মজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে আবার খুলবে। এখন ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করতে চান, মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে সেটি খুললে দেখা যাবে ভিডিওটির নিচে Download As নামের একটি বাটন। সেখানে ক্লিক করলে FLV, 3GP, MP4, HD, Full-HD, MP3 প্রভৃতি লেখা দেখা যাবে। এগুলো ভিডিওর ফরম্যাট। যে লেখায় ক্লিক করবেন, ইউটিউবের ভিডিওটি সেই ফরম্যাটে ডাউনলোড হবে।

Wednesday, April 13, 2011

ফেসবুকের ব্যাকআপ রাখুন

আজকাল প্রায়ই ই-মেইল আইডি, ফেসবুক অ্যাকাউন্ট বেদখল (হ্যাকড) হওয়া কথা শোনা যায়। হয়তো অনেক দিন ধরে ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকে আপনার দরকারি ছবি, তথ্য এবং অনেক বন্ধু আছে। কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকড হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে।ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে বা নষ্ট হলেও যাতে সব তথ্য আগের মতো থাকে সে ব্যবস্থাও আছে। এজন্য সব তথ্যের ব্যাকআপ ফেসবুকে রাখতে পারেন। ফেসবুকে ঢুকে (লগ-ইন) করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে Download-এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ব্যাকআপ প্রোফাইল তৈরি হতে থাকবে। ব্যাকআপ প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। তারপর আবার Account থেকে Account Settings-এ ক্লিক করে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। Verify Password-এ Password দিয়ে Continue-তে ক্লিক করুন। এখন Download Now-এ ক্লিক করলে ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড হয়ে যাবে। Download Now-এর নিচে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি কত মেমোরির সেটিও দেখা যাবে। ডাউনলোড সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি খুললে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোফাইল দেখতে পারবেন।