Wednesday, October 6, 2010

ফেসবুকের নতুন সেটিংস পরিবর্তন

ফেসবুক কিছুদিন পরপর তার সেটিংস পরিবর্তন করে। পুরোনো সেটিংয়ে অভ্যস্ত হয়ে যাওয়ার পর হঠাৎ করে নতুন সেটিংয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। কোথায় কী আছে তা সহজে খুঁজে পাওয়া যায় না। ফেসবুকের নতুন সেটিংসের খুঁটিনাটি কিছু বিষয়—
* আপনাকে আপনার বন্ধুরা ব্যতীত অন্য কেউ খুঁজে পাবে না, মেসেজ দিতে পারবে না, অপরিচিত কেউ বন্ধু হওয়ার জন্য অনুরোধ পাঠাতে পারবে না বা আপনার বন্ধু কারা তা যেন কেউ না দেখতে পায় এমন সেটিং তৈরি করার জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন Basic Directory Information থেকে View settings-এ ক্লিক করুন। Search for me on Facebook, Send me friend requests, Send me messages, See my friend list ইত্যাদি সেটিং ডান পাশের বাটন থেকে পছন্দমতো পরিবর্তন করে নিন।
* আপনার ই-মেইল ঠিকানা কেউ দেখবে না এমনকি আপনার বন্ধুরাও না বা আপনার ওয়ালে আপনার বন্ধুরা কেউ কিছু লিখতে পারবে না বা সবাই লিখতে পারবে অথবা আপনার জন্মতারিখ, সম্পর্ক, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি কেউ দেখতে পারবে না বা শুধু আপনার বন্ধুরা দেখতে পারবে বা সবাই দেখতে পারবে এমন সেটিং তৈরি করতে চাইলে প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন নিচে থেকে Customize settings-এ ক্লিক করে নতুন পেজ এলে সেখান থেকে পছন্দমতো সেটিং পরিবর্তন করে নিন।
* আপনার প্রোপাইল ফটো শুধু আপনার বন্ধুরা দেখবে অন্য কেউ দেখতে পারবে না বা আপনার কোনো ফটো অ্যালবামটি সবাই দেখতে পারবে, কোনো অ্যালবামটি কেউ দেখতে পারবে না এমন সেটিং তৈরি করতে চাইলে প্রথমে আপনার profile-এ ক্লিক করুন। তারপর Photos-এ ক্লিক করুন। এখন নিচে Album Privacy-তে ক্লিক করে নতুন পেজ এলে সেখান থেকে পছন্দমতো সেটিং পরিবর্তন করে নিন।
* আবার আপনার Profile থেকে Info-তে ক্লিক করে About Me, Work and Education, Likes and Interests, Contact Information-এর ডান পাশের Edit-এ ক্লিক করে জন্মতারিখ, সম্পর্ক, স্কুল-কলেজের নাম, কার্যপ্রণালি, যোগাযোগের ঠিকানা ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।

No comments:

Post a Comment