Saturday, May 26, 2012

ওয়েবসাইট ব্লক করতে চান?

আপনার বাসার বা অফিসের কম্পিউটার হয়তো অনেকেই ব্যবহার করেন। কাজের সময়ও হয়তো অনেকে ফেসবুক বা অন্য কোনো সাইটে অনেক সময় ব্যয় করেন। তাছাড়া পর্নো সাইটগুলো সব সময় শিশুদের কাছ থেকে দূরে রাখতে হয়। আপনি ওয়েব ব্রাউজারের History-তে ক্লিক করেই দেখতে পারেন বাসার বা অফিসের অন্যরা কোন সাইটগুলোতে ভিজিট করেন।
প্রয়োজনে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ব্লক করার প্রয়োজন হয়। আপনি ইচ্ছা করলে খুব সহজেই আপনার কম্পিউটারে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে রাখতে পারেন। তাহলে আর এই কম্পিউটার দিয়ে ওই সাইটগুলোতে কেউ ভিজিট করতে পারবে না। ওয়েবসাইট সাধারণত দুই ভাবে ব্লক করা হয়ে থাকে। ১. আইপি অ্যাড্রেস দিয়ে ২. কম্পিউটার থেকে। আইপি অ্যাড্রেস দিয়ে কোনো ওয়েবসাইট ব্লক করলে আইপি অ্যাড্রেস পরিবর্তন করলেই ওই সাইটে প্রবেশ করা যায়। কম্পিউটার থেকে কোনো ওয়েবসাইট ব্লক করার জন্য প্রথমে C:/windowsystem32/drivers/etc\ ঠিকানায় গিয়ে hosts ফাইলে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে open-এ ক্লিক করুন। এখন Notepad নির্বাচন করে ok-তে ক্লিক করুন। hosts ফাইলটি ওপেন হলে দেখবেন শেষ লাইনে 127.0.0.1 localhost লেখা আছে। এখন যে ওয়েবসাইটটি ব্লক করতে চান তার ঠিকানা 127.0.0.1 localhost-এর পরের লাইনে লিখুন। যেমন, আপনি যদি www.facebook.com সাইটটি ব্লক করতে চান তাহলে 127.0.0.1 localhost-এর পরের লাইনে লিখুন 127.0.0.1 www.facebook.com। এখন hosts ফাইলটি সেভ করুন। এখন থেকে আপনার কম্পিউটার দিয়ে আর ফেসবুক ওপেন হবে না। একইভাবে আপনি একাধিক ওয়েবসাইটও ব্লক করতে পারবেন। আবার আনব্লক করতে চাইলে একইভাবে 127.0.0.1 localhost-এর পরের লাইনগুলো ডিলিট করে দিয়ে সেভ করুন।
—মো. আমিনুর রহমান

Wednesday, May 23, 2012

ই-মেইলটি কোন আইপি ঠিকানা থেকে এসেছে?

আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল এসেছে। কীভাবে জানবেন সেটি কোথা থেকে এসেছে, মানে কোন আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে এসেছে?
ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুর ক্লাসিক সংস্করণের ক্ষেত্রে মেইলে ক্লিক করে সবার নিচে ডান দিকে Full Headers-এ ক্লিক করুন। আর নতুন সংস্করণের ক্ষেত্রে মেইলের বিষয়ের ডান ক্লিক করে সবার নিচে View Full Header অপশনটিতে ক্লিক করুন। নতুন পেইজ এলে নিচের দিকে দেখবেন লেখা আছে Received: from []. এই আইপি ঠিকানাটিই হলো সেন্ডারের আইপি ঠিকানা।
জিমেইলের ক্ষেত্রে: ইনবক্সের কোনো একটি ই-মেইল ওপেন করে ডান পাশের Reply-এর পাশের অ্যারোতে ক্লিক করে Show Original-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে নিচের দিকে দেখবেন লেখা আছে Received: from []. এই আইপি ঠিকানাটিই হলো সেন্ডারের আইপি ঠিকানা।
এখন ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আইপি ঠিকানাটি কপি করে http://www.ip-adress.com/whois ঠিকানায় গিয়ে টেক্সট বক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে জানতে পারবেন ওই আইপি ঠিকানাটি কোন ইন্টারনেট সেবাদাতার, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি।
ওপরের পদ্ধতি অনুসারে আইপি ঠিকানা খুঁজতে সমস্যা হলে ইয়াহু থেকে Full Header পেইজের লেখাগুলো কপি করে বা জিমেইল থেকে Show Original পেইজের লেখাগুলো কপি করে http://www.ip-adress.com/trace_email/ ঠিকানায় গিয়ে To Trace An Email বক্সে পেস্ট করে Trace Email Sender বাটনে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন। একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।
—মো. আমিনুর রহমান

Monday, May 21, 2012

একইসঙ্গে পিডিএফ ফাইল পড়া ও লেখা

সাধারণত পিডিএফ রিডার সফটওয়্যার দিয়ে পিডিএফ ফাইল শুধু পড়া যায়, কিন্তু লেখা যায় না। তার জন্য আলাদা পিডিএফ রাইটার দরকার। তা ছাড়া এই সফটওয়্যারগুলো ইনস্টল করলে কম্পিউটারে অনেক জায়গা দখল করে রাখে, কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। আর পিডিএফ ফাইল খুলতেও অনেক সময় লাগে। একটি সফটওয়্যার দিয়ে যদি একই সঙ্গে পিডিএফ ফাইল পড়া ও লেখা যায়, তাহলে অনেক সুবিধা হয়। তেমনি একটি সফটওয়্যার হলো নাইট্রো রিডার (NitroReader)। এটি দিয়ে একই সঙ্গে পড়াও যায় এবং লেখাও যায়। এবং এটি ইনস্টল করলে তুলনামূলকভাবে কম জায়গা দখল করে এবং কম্পিউটারও কম স্লো হয়। এটিতে এডোবি পিডিএফ রিডার সফটওয়্যারের সব সুবিধা তো আছেই, তার বাইরেও করতে পারবেন: নিজের স্বাক্ষর ব্যবহার করা, পিডিএফ ফাইল থেকে লেখা বা ছবি আলাদা করা, পিডিএফ ফরম তৈরি করা এবং সম্পাদনা করা, পিডিএফ ফাইলের যেকোনো স্থানে এডিট করা, বিভিন্ন স্থানে মন্তব্য করা, মন্তব্যের উত্তর দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, ৩০০-এর বেশি ফাইল ফরম্যাট থেকে পিডিএফ ফাইল তৈরি করা, পিডিএফ ফাইল থেকে একাধিক ফাইল ফরম্যাটে রূপান্তর করাসহ আরও অনেক কিছু। নাইট্রো পিডিএফ রিডার সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করতে পারেন www.nitroreader.com/download ঠিকানা থেকে। 
—মো. আমিনুর রহমান

Saturday, May 19, 2012

কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?

অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যায়। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন, কারও ই-মেইল আইডি বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কি-বোর্ডের a যদি নষ্ট হয়ে যায় তাহলে কি-বোর্ড থেকে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়। এর একটা সমাধান হলো কোথাও a লেখা থাকলে সেখান থেকে আপনি a-কে কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন বা কম্পিউটারের অন-স্ক্রিন কি-বোর্ডটি খুলে কাজ করতে পারেন। কিন্তু এতে অনেক সময় ব্যয় হয় এবং অনেক বিরক্ত লাগে। যাঁরা এই সমস্যায় পড়েছেন তাঁদের ভালোই জানা আছে তখন কী ঝামেলা হয়। আপনি ছোট একটি সফ্টওয়্যার ব্যবহার করে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ আপনি শার্প-কি নামের সফটওয়্যারটি ইনস্টল করে কি-বোর্ডের বাটনগুলো পরিবর্তন করে ফেলতে পারেন। যেমন ধরুন, আপনার কি-বোর্ডের a নষ্ট। আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি বাটনকে (যে বাটনটি সব সময় কাজে লাগে না বা যে বাটন কি-বোর্ডে একাধিক আছে) a বোতামে রূপান্তর করতে পারেন। মাত্র ২৩ কিলোবাইটের শার্প-কি সফটওয়্যারটি ইনস্টল করে From key-তে কোন কি চেপে (যে কি-টি ভালো আছে) এবং To kay-তে নষ্ট কি-টি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে ওকে করুন। তাহলে অন্য কি-টি a কি-তে রূপান্তরিত হবে। অর্থাৎ ওই কি-টি চেপে a লেখা যাবে। মাত্র ২৩ কিলোবাইটের শার্প-কি সফ্টওয়্যারটি www.ziddu.com/download/13507897/sharpkeys2.zip.html ঠিকানা থেকে বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন। —মো. আমিনুর রহমান

Thursday, May 17, 2012

বাংলা বানানের ভুল ধরবে ফায়ারফক্স

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান রয়েছে। সেটি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা হয়। ভুল বানানের নিচে লাল দাগ পড়ে। এ সুবিধা পেতে হলে প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/ addon/bengali-bangladesh-dictionary ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Add to Firefox-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন। একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হবে। এরপর Restart Firefox-এ ক্লিক করুন। ফয়ারফক্স বন্ধ হয়ে আবার খুলবে। এখন ফায়ারফক্স দিয়ে কোনো কিছু যেমন ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি খুলে লেখার স্থানে কোনো কিছু বাংলায় লিখে ডানে ক্লিক করে Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। এরপর কোনো কিছু লিখলে দেখবেন ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে। এ অ্যাড-অনটি ফায়ারফক্সের সব ভার্সনে কাজ না-ও করতে পারে। অ্যাড-অনটি ডাউনলোড করার আগে ওই পেজের নিচে থেকে দেখে নেবেন আপনার ব্রাউজারটি এ অ্যাড-অনটি সমর্থন করবে কি না। 
—মো. আমিনুর রহমান

Saturday, May 12, 2012

ফেসবুকের ভিডিও ডাউনলোড

ইদানীং ফেসবুকে অনেক ভিডিও শেয়ার করা হয়। ফ্লাশ পেয়ার ইনস্টল করা থাকলে বা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলে সেগুলো সরাসরি ফেসবুকেই দেখা যায়। কিন্তু যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম, তাঁরা সহজে ভিডিও দেখতে পারেন না। আবার অনেকে অনেক ভিডিও ডাউনলোড করে রাখতে চান। কিন্তু ফেসবুকের ভিডিও ডাউনলোড করার সরাসরি কোনো লিংক না থাকায় তা করতে অনেক সমস্যা হয়। সবচেয়ে সহজ পদ্ধতিতে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চাইলে প্রথমে ফেসবুকের ভিডিওর ঠিকানাটি (লিংক) কপি করে www.facebookvideodown.com ঠিকানায় গিয়ে পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ফেসবুকের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।
—মো. আমিনুর রহমান

Thursday, May 10, 2012

সহজে ইউটিউবের ভিডিও ডাউনলোড

ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সরাসরি কোনো লিংক না থাকায় ভিডিও ডাউনলোড করতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যোগ করে খুব সহজেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়। এর জন্য প্রথমে https://addons.mozilla.org/en-US/ firefox/addon/1-click-youtube-video-download/ ঠিকানায় গিয়ে Add to Firefox বাটনে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো ওপেন হলে সেখান থেকে Install Now-এ ক্লিক করলে কয়েক কিলোবাইটের একটি সফটওয়্যার ইনস্টল হবে। তারপর Restart Firefox বাটনে ক্লিক করলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ হয়ে আবার ওপেন হবে। এখন ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করতে চান মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে সেটি ওপেন করলে ভিডিওটির নিচে FLV, 3GP, MP4 ইত্যাদি লেখা দেখা যাবে। সেখান থেকে যে লেখাটির ওপর ক্লিক করবেন ইউটিউবের ভিডিওটি সেই ফরমেটেই আপনার কম্পিউটারের ডাউনলোড হবে।
—মো. আমিনুর রহমান

Tuesday, May 8, 2012

অপারেটিং সিস্টেম ঠিকভাবে কাজ করছে না?

অনেক সময় Control panel-এর Add or Remove Programs থেকে কোনো সফটওয়্যার Uninstall করার সময় বা ভুলবশত সি ড্রাইভ থেকে যদি অপারেটিং সিস্টেমের দরকারি কোনো ফাইল ডিলিট হয়ে যায়, তাহলে কম্পিউটার ঠিকভাবে কাজ করে না বা অপারেটিং সিস্টেমের ফাইল মিসিং দেখায় এবং অনেক সমস্যার সৃষ্টি হয়।
এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কম্পিউটারকে কিছুদিন আগের অবস্থায় নিয়ে যান। অর্থাৎ আনুমানিক যে তারিখ আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখে নিয়ে যান।
আর এটি করতে হলে প্রথমে C:\WINDOWS\ System32\Restore-এ গিয়ে rstrui.exe-তে ডাবল ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটাতে Restore my computer to an earlier time নির্বাচন করে Next-এ ক্লিক করুন। দেখবেন একটি ক্যালেন্ডার এসেছে। এখন যে তারিখে আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখ নির্বাচন করে (শুধু বোল্ড তারিখগুলো নির্বাচন করতে পারবেন) Next-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে আবার Next-এ ক্লিক করুন। দেখবেন কম্পিউটার অটো রিস্টার্ট নিয়ে কাজ শেষ করার পর সফলতার বার্তা এসেছে। এখন দেখবেন আপনার কম্পিউটারের সমস্যা ঠিক হয়ে গেছে। আর যদি তাতে ঠিক না হয় তাহলে আবার পুনরায় অন্য কোনো তারিখ নির্বাচন করেও Restore করতে পারেন। এখন করা Restore-টি আবার আপনি Undo-ও করতে পারবেন।
—মো. আমিনুর রহমান

Monday, May 7, 2012

পুরো পৃষ্ঠার ছবি!

অনেক সময় ওয়েবপেজ দেখার সময় সফটওয়্যারে (ব্রাউজার) খোলা পুরো পৃষ্ঠার ছবি (স্ক্রিনশট) নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু পৃষ্ঠাটি যদি বড় হয় এবং মনিটরে যদি পুরো পৃষ্ঠা না দেখা যায় তবে পুরো পৃষ্ঠাটির স্ক্রিনশট নিতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্সের সঙ্গে ৭০ কিলোবাইটের ছোট্ট একটি প্রোগ্রাম (অ্যাড-অন) যোগ করে খুব সহজেই পুরো ওয়েবসাইটের পুরো পৃষ্ঠার স্ক্রিনশট নিতে পারেন।
এ জন্য প্রথমে মজিলা ফায়ারফক্স খুলে https://addons.mozilla.org/en-US/firefox/addon/screengrab ঠিকানায় গিয়ে Add to Firefox-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে Install Now-এ ক্লিক করুন। প্রোগ্রামটি ইনস্টল হওয়ার পর Restart Firefox-এ ক্লিক করলে মজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে আবার চালু হবে। এখন মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে কোনো ওয়েবপেজ খুলে তার ওপর মাউস রেখে ডান ক্লিক করলে দেখবেন, সবার নিচে ScreenGrab নামের একটি অপশন যোগ হয়েছে। এখন যে পেজের স্ক্রিনশট নিতে চান তার ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে সবার নিচে থেকে ScreenGrab>Save>Complete page/Frame-এ ক্লিক করে PNG বা JPG ফরম্যাটে স্ক্রিনশটটি সেভ করতে পারবেন। 
—মো. আমিনুর রহমান