Monday, June 20, 2011

ফেসবুকে অনাকাঙ্ক্ষিত ছবি ট্যাগ!

ফেসবুকে কেউ যদি কোনো ছবি, লেখা বা ভিডিওতে কাউকে ট্যাগ (প্রোফাইলে যোগ করে দেওয়া) করে তাহলে সেই ছবি বা ভিডিওটি যাকে ট্যাগ করা হয়েছে তার নামের পাশে যুক্ত থাকে এবং তার সব বন্ধু সেটি দেখতে পায়। তবে ছবি বা ভিডিওটি যদি আপত্তিকর হয়, তখন বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে আপনি ইচ্ছা করলে খুব সহজেই এই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ আপনাকে ট্যাগ করা ছবি বা ভিডিওটি আপনি ছাড়া আর কেউ দেখবে না এমন ব্যবস্থা করতে পারেন। এর জন্য প্রথমে ফেসবুকে ঢুকে করে ওপরে ডান পাশের Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন নিচে থেকে Customize settings-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে পেইজের মাঝখানে Photos and videos you’re tagged in-এর ডান পাশে Edit settings-এ ক্লিক করে Who can see photos and videos I’m tagged in-এর ডান পাশে ক্লিক করে Customize নির্বাচন করে Make this visible to বক্সে ক্লিক করে Only Me নির্বাচন করে Save Setting-এ ক্লিক করুন। এখন আপনাকে আপনার কোনো বন্ধু কোনো ছবি বা ভিডিওতে ট্যাগ করলে সেই ট্যাগ করা ছবি বা ভিডিওটি শুধু আপনি দেখতে পাবেন, আপনার অন্য বন্ধুরা সেটি দেখবে না।

No comments:

Post a Comment