কম্পিউটার অনেক কারণে ধীরগতির হয়ে যায়। এ জন্য কিছু টিপস রয়েছে যেগুলোর মাধ্যমে কম্পিউটারের গতি বাড়ানো যাবে—
শুধুমাত্র আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করুন। যে সফটওয়্যারগুলো সবসময় কাজে লাগে না সেগুলো কাজ শেষ করে আবার আন-ইনস্টল করে দিন।
হার্ডডিস্কের ১৫ শতাংশ জায়গা ফাঁকা রাখলে এবং নিয়মিত ডিফ্রাগমেন্ট করলে কম্পিউটার অনেক দ্রুত হয়। হার্ডডিস্কের ফাঁকা স্থানের পরিমাণ যত বেশি থাকে ততই ভাল।
সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করার চেয়ে বহনযোগ্য (পোর্টাবল) সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটারের গতি বেশি থাকে।
ডেস্কটপে যত কম আইকন রাখা যায় ততই ভাল। ডেস্কটপে বেশি আইকন বা ফাইল থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়।
কম্পিউটারে থিম ইনস্টল না করাই ভালো। থিম কম্পিউটারের গতি কমিয়ে দেয়।
কম্পিউটারে Animated Wallpaper, Voice Clock ইত্যাদি ইনস্টল করবেন না। এগুলো কম্পিউটারের গতি কমিয়ে দেয়।
Recycle bin সব সময় ফাঁকা রাখুন। Recycle bin-এ ফাইল রাখলে কম্পিউটারের গতি কমে যায়।
Start থেকে Run এ ক্লিক করে এক এক করে Prefetch, temp, %temp%, cookies, recent লিখে ok করুন। ফোল্ডারগুলো ওপেন হলে সবগুলো ফাইল মুছে ফেলুন (ডিলিট)।
শুধুমাত্র আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করুন। যে সফটওয়্যারগুলো সবসময় কাজে লাগে না সেগুলো কাজ শেষ করে আবার আন-ইনস্টল করে দিন।
হার্ডডিস্কের ১৫ শতাংশ জায়গা ফাঁকা রাখলে এবং নিয়মিত ডিফ্রাগমেন্ট করলে কম্পিউটার অনেক দ্রুত হয়। হার্ডডিস্কের ফাঁকা স্থানের পরিমাণ যত বেশি থাকে ততই ভাল।
সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করার চেয়ে বহনযোগ্য (পোর্টাবল) সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটারের গতি বেশি থাকে।
ডেস্কটপে যত কম আইকন রাখা যায় ততই ভাল। ডেস্কটপে বেশি আইকন বা ফাইল থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়।
কম্পিউটারে থিম ইনস্টল না করাই ভালো। থিম কম্পিউটারের গতি কমিয়ে দেয়।
কম্পিউটারে Animated Wallpaper, Voice Clock ইত্যাদি ইনস্টল করবেন না। এগুলো কম্পিউটারের গতি কমিয়ে দেয়।
Recycle bin সব সময় ফাঁকা রাখুন। Recycle bin-এ ফাইল রাখলে কম্পিউটারের গতি কমে যায়।
Start থেকে Run এ ক্লিক করে এক এক করে Prefetch, temp, %temp%, cookies, recent লিখে ok করুন। ফোল্ডারগুলো ওপেন হলে সবগুলো ফাইল মুছে ফেলুন (ডিলিট)।
কোন ফাইল ডিলিট না হলে সেটি বাদ দিয়ে বাকিগুলো ডিলিট করুন।
—মো. আমিনুর রহমান
—মো. আমিনুর রহমান
No comments:
Post a Comment