ওয়েবসাইট দেখার সফটওয়্যারগুলোর ওয়েব ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) দ্রুত যাওয়া যায় একটি কি চেপেই। ইন্টারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্সে F6 চাপলেই হয়। আর অপেরার ক্ষেত্রে F8 চাপতে হয়। আবার CTRL+L চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়।
Saturday, February 11, 2012
Tuesday, February 7, 2012
ভিডিও ফাইলকে অডিও ফাইলে রূপান্তর?
*.MPG, *.DAT, *.VOB ইত্যাদি ভিডিও ফাইলগুলো হিরো এমপিথ্রি প্লেয়ার দিয়ে খুব সহজেই অডিও ফাইলে (mp3 ফরম্যাট) রূপান্তর করা যায়। কিন্তু যে ভিডিও ফাইলগুলো হিরো দিয়ে খোলে না, যেমন—*.wmv, *.avi সেগুলো উইন্ডোজ মুভিমেকার দিয়ে অডিও ফাইলে রূপান্তর করা যায়।
এর জন্য প্রথমে Start থেকে All Programs-এ গিয়ে Windows Movie maker-এ ক্লিক করুন। তারপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে, তার নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে যে ফাইলটির মেমোরি কমাতে চান, সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ভিডিও ফাইলটিকে টেনে এনে নিচের Audio/Music বক্সে ছেড়ে দিন এবং ওপরের ভিডিও ফাইলটি ডিলিট করে দিন। এখন ওপরে File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন Finish লেখা এসেছে। এখন My Documents থেকে My Videos-এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলটি অডিও (.wma) ফাইলে রূপান্তরিত হয়েছে।
—মো. আমিনুর রহমান
এর জন্য প্রথমে Start থেকে All Programs-এ গিয়ে Windows Movie maker-এ ক্লিক করুন। তারপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে, তার নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে যে ফাইলটির মেমোরি কমাতে চান, সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ভিডিও ফাইলটিকে টেনে এনে নিচের Audio/Music বক্সে ছেড়ে দিন এবং ওপরের ভিডিও ফাইলটি ডিলিট করে দিন। এখন ওপরে File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন Finish লেখা এসেছে। এখন My Documents থেকে My Videos-এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলটি অডিও (.wma) ফাইলে রূপান্তরিত হয়েছে।
—মো. আমিনুর রহমান
Subscribe to:
Posts (Atom)