Monday, November 29, 2010

কম্পিউটার থেকে গেম মুছে ফেলুন

অনেক কম্পিউটার ব্যবহারকারী আছে যারা গেম পছন্দ করে না। আপনি যদি চান আপনার কম্পিউটারে কোনো গেম রাখবেন না তাহলে কম্পিউটার থেকে সব ধরনের গেমস মুছে (ডিলিট) দিতে পারেন। কিন্তু উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের মধ্যে থাকা (বিল্ট-ইন) গেম ডিলিট করবেন কীভাবে? এক্সপিতে থাকা গেম ডিলিট করার জন্য প্রথমে Control panel-এ যান। Control panel থেকে Add or Remove-এ ডবল ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির Details-এ ক্লিক করুন। আবার নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে গেমসের পাশের টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage এলে Finish-এ ক্লিক করে বেরিয়ে আসুন। এখন দেখবেন আপনার কম্পিউটারে আর কোনো গেমস নেই। ঠিক একইভাবে আবার গেমসের পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে আবার গেমস নিয়ে আসতে পারেন।

Saturday, November 20, 2010

আইপি ঠিকানা সম্পর্কে জানুন

আপনি বর্তমানে যে কম্পিউটারে বসা আছেন সেই কম্পিউটার এখন কোনো আইপি ঠিকানা ব্যবহার করছে অর্থাৎ আপনার বর্তমান আইপি ঠিকানা কত তা জানার জন্য www.ip-adress.com ঠিকানায় যান। এখানে আপনি আরও জানতে পারবেন আপনার আইপি ঠিকানার অবস্থান এবং আইপি ঠিকানার আইএসপি। আপনার কম্পিউটারের আইপি ঠিকানা পরিবর্তন করার জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আবার সংযোগ দিন। দেখবেন আপনার কম্পিউটারের আইপি ঠিকানা পরিবর্তন হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে পৃথিবীর যেকোনো সাইটের আইপি ঠিকানা জানতে পারবেন। এর জন্য প্রথমে www.ip-adress.com/whois এই ঠিকানায় গিয়ে টেক্সবক্সে যেকোনো সাইটের এড্রেস লিখে IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে আপনি ওই সাইটটির আইপি ঠিকানা জানতে পারবেন এবং এর সঙ্গে ওই সাইটটির মূল্য, বিশ্বে এর অবস্থান, র‌্যাংকিং, সার্ভারের অবস্থানসহ আরও অনেক কিছু জানতে পারবেন।

গুগলে তথ্য খুঁজুন সহজে

জনপ্রিয়সার্চ ইঞ্জিন গুগলেব্যবহারকারীরা নানা ধরনের তথ্যখুঁজে থাকেন। তথ্যখোঁজার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে সহজে কাঙ্খিত তথ্য পাওয়া সম্ভব।
* আপনার ওয়েবপেজ বা ব্লগের সঙ্গে আর কোন কোন লিংক যুক্ত আছে সেগুলো জানার জন্য আপনার ওয়েবপেজ বা ব্লগের নামের আগে link: লিখে গুগলে সার্চ করুন। যেমন: link:http://www.prothom-alo.com
* কোনো শব্দের সংজ্ঞা বা অর্থ জানার জন্য ওই শব্দের আগে define লিখে গুগলে সার্চ করুন। শব্দের সংজ্ঞা জানতে পারবেন। যেমন: blog-এর সংজ্ঞা জানার জন্য define blog লিখে সার্চ করুন।
* কোনো কিছু লিখে গুগলে সার্চ করে শুধু pdf ফাইলে ফলাফল দেখার জন্য ওই শব্দটির পর filetype:pdf লিখে সার্চ করুন। যেমন: blog filetype:pdf
* কোনো অঞ্চলের আবহাওয়ার খবর জানার জন্য weather লিখে তার পাশে ওই অঞ্চলের নাম বা শহরের নাম লিখে গুগলে সার্চ করুন। ওই অঞ্চলের আবহাওয়ার খবর জানতে পারবেন। যেমন: weather Sylhet
* কোনো অঙ্ক বা হিসাবের ফলাফল জানার জন্য ওই সংখ্যাগুলো লিখে গুগলে সার্চ করুন। ফলাফল চলে আসবে। যেমন: ১০০+২০০ লিখে সার্চ করলে ফলাফল আসবে ৩০০।

Tuesday, November 16, 2010

আপনার ইন্টারনেট ব্রাউজার থাক নিরাপদে

ব্রাউজার দিয়ে ওয়েবপেইজ দেখার সময় ই-মেইল, ফেসবুকসহ প্রয়োজনে অনেক সাইটে লগইন করতে হয়। কিন্তু অনেক সময় ব্রাউজার থেকে বার্তা আসে যে আপনার ই-মেইলের পাসওয়ার্ডটি ব্রাউজারে সেভ করতে চান কি না। বুঝে না-বুঝে অনেকেই ইয়েসে ক্লিক করে। এতে ব্রাউজারে পাসওয়ার্ডটি সেভ হয়ে যায়। পরবর্তী সময়ে ই-মেইল আইডি লিখলে বাউজার নিজে থেকেই সেই ই-মেইল আইডির পাসওয়ার্ড লিখে দেয়। এতে যেসব কম্পিউটার একাধিক ব্যক্তি ব্যবহার করে সেসব কম্পিউটারে পাসওয়ার্ড চুরির সম্ভাবনা বেশি থাকে। তা ছাড়া আপনি কোন কোন সাইট ভিজিট করেছেন, কী কী সার্চ, ডাউনলোড করেছেন সবকিছু ব্রাউজারে থেকে যায়। যে কেউ সেগুলো দেখতে পারে। এতে অনেক সময় প্রাইভেসি নষ্ট হয়। আপনি ইচ্ছা করলে খুব সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য—
মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে: ব্রাউজার খুলে Tools থেকে Option-এ যান। এখন Privacy-তে ক্লিক করে Private Data থেকে Always clear my private data… বক্সে টিক চিহ্ন দিন। পুরোনো তথ্যগুলো মুছার জন্য Settings বাটনে ক্লিক করে সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Ok-তে ক্লিক করুন এবং Clear Now বাটনে ক্লিক করে সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Clear বাটনে ক্লিক করে সবগুলো তথ্য মুছে দিন। History থেকে সবগুলো চেক বক্সের টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। তাহলে ব্রাউজারে আর কোনো তথ্য জমা থাকবে না।
ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে: প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরার খুলে করে Tools থেকে Internet Options-এ যান। এখন Content ট্যাবে ক্লিক করে Auto Complete বাটনে ক্লিক করুন। এখন Clear Forms-এ ক্লিক করলে পাসওয়ার্ড ছাড়া বাকি সব তথ্য মুছে যাবে। এবং Clear Passwords-এ ক্লিক করলে পাসওয়ার্ডও মুছে যাবে। পরে এই ব্রাউজারে কোনো তথ্য সেভ করতে না চাইলে সবগুলো বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Ok-তে ক্লিক করুন। অ্যাড্রেসবারের তথ্য মুছার জন্য Tools থেকে Internet Options-এ ক্লিক করে Clear History বাটনে ক্লিক করুন।

Wednesday, November 10, 2010

রেখে দিন ফেসবুকের সব তথ্য

আজকাল প্রায়ই ই-মেইল ঠিকানা, ফেসবুক ঠিকানা বেদখল হওয়ার (হ্যাকিং) ঘটনা ঘটে। ফেসবুকে গুরুত্বপূর্ণ ছবি, তথ্য ও আপনার অনেক বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকড হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলেও যাতে কোনো তথ্য হারাতে না হয়, এ জন্য ফেসবুকের তথ্যগুলো সংরক্ষণ করে (ব্যাকআপ) রাখতে পারেন। ফেসবুকের ব্যাকআপ রাখার জন্য প্রথমে ফেসবুকে ঢুকে লগ-ইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। নতুন পাতা এলে Download-এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক ঠিকানার একটি ব্যাকআপ প্রোফাইল তৈরি হতে থাকবে। ব্যাকআপ প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। তারপর আবার Account থেকে Account Settings-এ ক্লিক করে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। Verify Password-এ Password দিয়ে Continue তে ক্লিক করুন। এখন Download Now বাটনে ক্লিক করলে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড হয়ে যাবে। Download Now বাটনের নিচে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি কত মেমোরির সেটিও দেখা যাবে।ডাউনলোড সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি ওপেন করলে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোফাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড) দেখতে পারবেন।

Monday, November 1, 2010

ফেসবুকের কিছু টিপস

* ফেসবুকে কাউকে বন্ধু বানাতে Add Request পাঠালে বারবার শুধু সিকিউরিটি কোড চায়। এ থেকে মুক্তি পেতে যখন সিকিউরিটি কোড চাইবে তখন Verify your account-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেখানে আপনার ফোন নম্বর লিখে Confirm-এ ক্লিক করলে দেখবেন আপনার মোবাইলে একটি সাংকেতিক বা কোড নম্বর এসেছে। সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন। এরপর আর সিকিউরিটি কোড চাইবে না।
* ফেসবুকে অনেকের নামের পাশে কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়, আবার অনেকের দেখা যায় না। আসলেকলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম এখানে নেটওয়ার্কের নাম।কোনো নেটওয়ার্ক যুক্ত করতে চাইলে প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন যে পৃষ্ঠা আসবে সেটি থেকে Networks-এ ক্লিক করুন। এখন ডান পাশে Network Name বক্সে কোনো নাম লিখে Join Network-এ ক্লিক করুন। এভাবে আপনি একাধিক নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হতে পারবেন। আবার Leave Network-এ ক্লিক করে আপনার নামের পাশের নেটওয়ার্কটি বাদও দিতে পারবেন।
* ফেসবুকের সব লেখা ইংরেজিতে। চাইলে ফেসবুকের সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English(US)-এর পরিবর্তে বাংলা নির্বাচন করে একটু অপেক্ষা করুন দেখবেন পুরো ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English(US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।
* আপনার নাম, ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড, নিরাপত্তা প্রশ্ন ইত্যাদি পরিবর্তন করতে চাইলে Account থেকে Account Settings-এ ক্লিক করে নতুন পেজ এলে সেখান থেকে সবকিছু পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না চান তাহলে নিচে থেকে Deactivate-এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন। আবার Activate করতে চাইলে পুনরায় সাইন ইন করুন। তাহলেই Activate হয়ে যাবে।