Monday, November 29, 2010
কম্পিউটার থেকে গেম মুছে ফেলুন
Saturday, November 27, 2010
Saturday, November 20, 2010
আইপি ঠিকানা সম্পর্কে জানুন
গুগলে তথ্য খুঁজুন সহজে
* আপনার ওয়েবপেজ বা ব্লগের সঙ্গে আর কোন কোন লিংক যুক্ত আছে সেগুলো জানার জন্য আপনার ওয়েবপেজ বা ব্লগের নামের আগে link: লিখে গুগলে সার্চ করুন। যেমন: link:http://www.prothom-alo.com
* কোনো শব্দের সংজ্ঞা বা অর্থ জানার জন্য ওই শব্দের আগে define লিখে গুগলে সার্চ করুন। শব্দের সংজ্ঞা জানতে পারবেন। যেমন: blog-এর সংজ্ঞা জানার জন্য define blog লিখে সার্চ করুন।
* কোনো কিছু লিখে গুগলে সার্চ করে শুধু pdf ফাইলে ফলাফল দেখার জন্য ওই শব্দটির পর filetype:pdf লিখে সার্চ করুন। যেমন: blog filetype:pdf
* কোনো অঞ্চলের আবহাওয়ার খবর জানার জন্য weather লিখে তার পাশে ওই অঞ্চলের নাম বা শহরের নাম লিখে গুগলে সার্চ করুন। ওই অঞ্চলের আবহাওয়ার খবর জানতে পারবেন। যেমন: weather Sylhet
* কোনো অঙ্ক বা হিসাবের ফলাফল জানার জন্য ওই সংখ্যাগুলো লিখে গুগলে সার্চ করুন। ফলাফল চলে আসবে। যেমন: ১০০+২০০ লিখে সার্চ করলে ফলাফল আসবে ৩০০।
Tuesday, November 16, 2010
আপনার ইন্টারনেট ব্রাউজার থাক নিরাপদে
মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে: ব্রাউজার খুলে Tools থেকে Option-এ যান। এখন Privacy-তে ক্লিক করে Private Data থেকে Always clear my private data… বক্সে টিক চিহ্ন দিন। পুরোনো তথ্যগুলো মুছার জন্য Settings বাটনে ক্লিক করে সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Ok-তে ক্লিক করুন এবং Clear Now বাটনে ক্লিক করে সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Clear বাটনে ক্লিক করে সবগুলো তথ্য মুছে দিন। History থেকে সবগুলো চেক বক্সের টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। তাহলে ব্রাউজারে আর কোনো তথ্য জমা থাকবে না।
ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে: প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরার খুলে করে Tools থেকে Internet Options-এ যান। এখন Content ট্যাবে ক্লিক করে Auto Complete বাটনে ক্লিক করুন। এখন Clear Forms-এ ক্লিক করলে পাসওয়ার্ড ছাড়া বাকি সব তথ্য মুছে যাবে। এবং Clear Passwords-এ ক্লিক করলে পাসওয়ার্ডও মুছে যাবে। পরে এই ব্রাউজারে কোনো তথ্য সেভ করতে না চাইলে সবগুলো বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Ok-তে ক্লিক করুন। অ্যাড্রেসবারের তথ্য মুছার জন্য Tools থেকে Internet Options-এ ক্লিক করে Clear History বাটনে ক্লিক করুন।
Monday, November 15, 2010
Thursday, November 11, 2010
Wednesday, November 10, 2010
রেখে দিন ফেসবুকের সব তথ্য
Thursday, November 4, 2010
Monday, November 1, 2010
ফেসবুকের কিছু টিপস
* ফেসবুকে অনেকের নামের পাশে কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়, আবার অনেকের দেখা যায় না। আসলেকলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম এখানে নেটওয়ার্কের নাম।কোনো নেটওয়ার্ক যুক্ত করতে চাইলে প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন যে পৃষ্ঠা আসবে সেটি থেকে Networks-এ ক্লিক করুন। এখন ডান পাশে Network Name বক্সে কোনো নাম লিখে Join Network-এ ক্লিক করুন। এভাবে আপনি একাধিক নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হতে পারবেন। আবার Leave Network-এ ক্লিক করে আপনার নামের পাশের নেটওয়ার্কটি বাদও দিতে পারবেন।
* ফেসবুকের সব লেখা ইংরেজিতে। চাইলে ফেসবুকের সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English(US)-এর পরিবর্তে বাংলা নির্বাচন করে একটু অপেক্ষা করুন দেখবেন পুরো ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English(US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।
* আপনার নাম, ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড, নিরাপত্তা প্রশ্ন ইত্যাদি পরিবর্তন করতে চাইলে Account থেকে Account Settings-এ ক্লিক করে নতুন পেজ এলে সেখান থেকে সবকিছু পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না চান তাহলে নিচে থেকে Deactivate-এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন। আবার Activate করতে চাইলে পুনরায় সাইন ইন করুন। তাহলেই Activate হয়ে যাবে।
Subscribe to:
Posts (Atom)