Wednesday, August 29, 2012

ফেসবুকের তথ্য কম্পিউটারে

ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকড বা চুরি হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে যাতে কোনো তথ্য না হারাতে হয়, এ জন্য ফেসবুকের তথ্যগুলো আপনার কম্পিউটারে জমা করে রাখতে পারেন। ফেসবুকের তথ্যগুলো জমা রাখার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশে Home-এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com/ settings?ref=mb ঠিকানায় যান। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন। নতুন পেজ এলে Start My Archive বাটনে ক্লিক করুন। আবার Start My Archive বাটনে ক্লিক করে তারপর Confirm-এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ডাউনলোড কপি তৈরি হতে থাকবে। ডাউনলোড কপি তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। তারপর আবার Home-এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ ওপেন হলে নিচে Download-এ ক্লিক করলে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন।
এখন index ফাইলটি ওপেন করলে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোপাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড ইত্যাদি) দেখতে পাবেন।
—মো. আমিনুর রহমান

Tuesday, August 28, 2012

আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি নিরাপদ?

আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি নিরাপদ? তা জানার জন্য প্রথমে http://goo.gl/J2UPB ঠিকানায় যান। সেখানে গেলেই বুঝতে পারবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান নিরাপত্তাব্যবস্থা কতটুকু। নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্য সেখানে তিনটি স্টেপ আছে। পদ্ধতি-১: এখানে একাধিক ই-মেইল আইডি যোগ করুন। তারপর Next-এ ক্লিক করুন। পদ্ধতি-২: এখানে আপনার মোবাইল নম্বর যোগ করুন। আবার Next-এ ক্লিক করুন। স্টেপ-৩: এখানে নিরাপত্তার প্রশ্ন যোগ করুন। এখন ওপরে ডান পাশে Home-এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com/settings?ref=mb ঠিকানায় যান। এখন বাম পাশ থেকে Security-তে ক্লিক করুন। Login notifications-এর ডানপাশ থেকে edit-এ ক্লিক করুন। এখন টেক্সবক্স দুটিতে টিক চিহ্ন দিয়ে Save Changes-এ ক্লিক করুন। এখন ফেসবুক লগআউট করে আবার ফেসবুকে লগইন করুন। দেখবেন Name New Device নামে একটি পেইজ এসেছে। সেখানে Device name বক্সে কোনো নাম লিখে Save Device-এ ক্লিক করুন। এখন থেকে প্রত্যেকবার আপনার ফেসবুক আইডিতে লগইন করার সময় আপনার ই-মেইল ঠিকানায় এবং মোবাইল নম্বরে একটি মেসেজ যাবে এবং তাতে লেখা থাকবে কখন, কী নাম দিয়ে, কোন আইপি ঠিকানা থেকে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করা হয়েছে।
আপনি যদি এই নাম দিয়ে এই সময় প্রবেশ না করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। মনে রাখবেন, হ্যাকাররা প্রথমে ই-মেইল আইডি হ্যাকিং করার চেষ্টা করে। ই-মেইল আইডি হ্যাকিং করতে পারলে খুব সহজে ফেসবুক আইডিও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। ওপরের পন্থাগুলো অবলম্বন করলে আপনার ফেসবুক আইডি হ্যাকিং হলেও পুনরুদ্ধার করতে পারবেন। এমনকি আপনার সব কটি ই-মেইল আইডি হ্যাকিং হলেও বা আপনার ফেসবুকের ই-মেইল আইডি পরিবর্তন করে ফেললেও মোবাইল নম্বর নিয়ে তা পুনরুদ্ধার করতে পারবেন। 
—মো.আমিনুর রহমান

Thursday, August 9, 2012

কম্পিউটারের গতি বাড়ান

সাধারণত বিভিন্ন কারণেই কম্পিউটারের গতি কমে যেতে পারে। প্রতিদিন বেশ কিছু সহজ কাজ করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারেন। কম্পিউটারের গতি বাড়াতে
Start-এ গিয়ে
Run-এ যান। এখানে
Recent লিখে Enter দিন।যা আসলে সেগুলো সব করে Delete করে দিন।একই ভাবে
%temp% লিখে যা আসবে তা Delete করে দিন।