Saturday, April 21, 2012

কপি-পেস্ট হবে দ্রুত

সাধারণত যখন কোনো ফাইল বা ফোল্ডার কম্পিউটার থেকে কপি করে পেনড্রাইভ বা অন্য কিছুতে নেওয়া হয়, তখন ওই ফাইল বা ফোল্ডারের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send To Pendrive-এ ক্লিক করলেই হয়। কিন্তু যখন পেনড্রাইভ থেকে কোনো কিছু কপি করে কম্পিউটারে রাখার দরকার পড়ে বা হার্ডডিস্কের এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে নেওয়ার জন্য ড্রাইভে গিয়ে পেস্ট করতে হয়, তখন এভাবে কপি-পেস্ট করলে অনেক সময় লাগে এবং কোনো ড্রাইভে ভাইরাস থাকলে তা অন্যান্য ড্রাইভেও ছড়িয়ে পড়ে। অথচ এই কপি-পেস্টের কাজগুলো অন্য ড্রাইভে না গিয়েও খুব সহজেই করা যায়।
এই কাজের জন্য প্রথমে Start/ Run-এ ক্লিক করে regedit লিখে OK করুন। এখন HKEY_CLASSES_ROOT/AllFileSystemObjectshellex ঠিকানায় গিয়ে ContextMenuHandlers-এর ওপর মাউস রেখে ডানে ক্লিক করে দুটি নতুন key তৈরি করুন। নাম দিন Copy To এবং Move To। এখন Copy To নির্বাচন করে ডান পাশ থেকে default-এ ডবল ক্লিক করে Value Data-এ {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} লিখে OK করুন। এবং Move To নির্বাচন করে ডান পাশ থেকে default-এ ডবল ক্লিক করে Value Data-এ {C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13} লিখে OK করে বেরিয়ে আসুন। এখন যে ফাইল বা ফোল্ডারটি কপি-পেস্ট বা কাট-পেস্ট করতে চান, সেটির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Copy To Folder (কপি করার জন্য) বা Move To Folder-এ (কাট করার জন্য) ক্লিক করে কোথায় পেস্ট করতে চান, তা নির্বাচন করে দিয়ে Copy বা Move-এ ক্লিক করুন।
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment