Wednesday, June 29, 2011

ওয়েবপেইজের ফন্ট ছোটবড় করে দেখা

অনেক সময় কোনো কোনো ওয়েবসাইটের লেখার ফন্ট খুব ছোট আকারে থাকে। দেখতে সমস্যা হয়। ওয়েবপেইজের লেখার ফন্ট ছোটবড় দেখার জন্য Ctrl কি চেপে ধরে মাউসের চাকা ওপর-নিচ ঘোরালে ওয়েবপেইজের লেখার ফন্টও ছোট বড় হয়। এমএস ওয়ার্ডসহ আরও কিছু সফটওয়্যারে ফন্ট ছোটবড় দেখাতে একই নিয়মে ফল পাওয়া যায়।

Saturday, June 25, 2011

হাইবারনেটে ইউপিএস থেকে বাড়তি সুবিধা

আপনি কম্পিউটারে দরকারি কোনো কাজ করছেন, এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেছে। আপনার ইউপিএস ১৫-২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ (ব্যাকআপ) করতে পারে, কিন্তু আপনার কাজটি এই সময়ের মধ্যে শেষ হওয়ার নয় এবং আপনি এমন অবস্থার মধ্যে আছেন যে কাজটি সেইভও করতে পারছেন না। এ অবস্থায় কী করবেন? হাইবারনেট! হ্যাঁ, কম্পিউটার হাইবারনেট করে রাখতে পারেন। হাইবারনেট করতে হলে প্রথমে ডেস্কটপে ডান ক্লিক করে Properties-এ যান। সেখান থেকে Screen Saver নির্বাচন করে Power-এ ক্লিক করুন। তারপর Hibernate নির্বাচন করে Enable Hibernate-এ টিক চিহ্ন দিয়ে OK করুন। এখন যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তাহলে Start থেকে Turn off computer-এ ক্লিক করুন। দেখবেন Standby, Turn Off, Restart নামে তিনটি অপশন এসেছে। তারপর কি-বোর্ড থেকে Shift কি চেপে ধরলে Standby পরিবর্তন হয়ে Hibernate লেখা আসবে। তারপর Hibernate-এ ক্লিক করুন। দেখবেন কম্পিউটার হাইবারনেট হয়ে গেছে। হাইবারনেটে থাকা অবস্থায় বেশি সময় ইউপিএস সচল রাখতে চাইলে মনিটর, স্পিকারের বিদ্যুৎ বন্ধ করে দিন। তাহলে দেখবেন ৫-১০ ঘণ্টা পর্যন্ত ইউপিএস সার্ভিস দিচ্ছে। বিদ্যুৎ চলে এলে পুনরায় পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করুন। দেখবেন, যে অবস্থায় কম্পিউটার হাইবারনেট করেছিলেন, ঠিক একই অবস্থা আবার ফিরে এসেছে এবং কম্পিউটার কাজ করছে।

Tuesday, June 21, 2011

ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকিং হবে না

আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তবু কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে সামাজিক যোগাযোগর ওয়েবসাইট ফেসবুকে ঢুকে (লগ-ইন) ডান পাশের Account থেকে Account Settings-এ যেতে হবে। এখন নিচে Account Security-এর ডান পাশের change-এ ক্লিক করুন। এখন Login Approvals-এর নিচে Require me to enter a security code sent to my phone বক্সে টিক চিহ্ন দিন। টিক চিহ্ন দেওয়ার সময় নতুন একটি বার্তা এলে Set Up Now-এ ক্লিক করুন। এখন Phone number: বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue-এ ক্লিক করুন। আপনার মোবাইল ফোনে একটি সাংকেতিক (কোড) নম্বর আসবে। নম্বরটি কোড বক্সে লিখে Submit Code বাটনে ক্লিক করে Close-এ ক্লিক করুন। (Login Notifications-এর নিচে Send me an email এবং Send me a text message বক্সেও টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন।) এখন Save-এ ক্লিক করে বেরিয়ে আসুন। এখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে (লগ-আউট) আবার ফেসবুকে লগ-ইন করুন। দেখবেন Name New Computer নামে একটি পেইজ এসেছে। সেখানে Computer name বক্সে কোনো নাম লিখে Add to your list of recognized devices বক্সে টিক চিহ্ন দিয়ে Continueতে ক্লিক করুন।
এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue-এ ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না।
এখন প্রশ্ন হতে পারে, মোবাইল নম্বর যদি হারিয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে? সে ক্ষেত্রে আপনি অন্য কারও কম্পিউটার থেকে লগইন করতে পারবেন না। আপনার নিজের কম্পিউটার থেকে লগইন করতে পারবেন এবং সেটিংসে গিয়ে মোবাইল নম্বরও পরিবর্তন করতে পারবেন।

Monday, June 20, 2011

ফেসবুকে অনাকাঙ্ক্ষিত ছবি ট্যাগ!

ফেসবুকে কেউ যদি কোনো ছবি, লেখা বা ভিডিওতে কাউকে ট্যাগ (প্রোফাইলে যোগ করে দেওয়া) করে তাহলে সেই ছবি বা ভিডিওটি যাকে ট্যাগ করা হয়েছে তার নামের পাশে যুক্ত থাকে এবং তার সব বন্ধু সেটি দেখতে পায়। তবে ছবি বা ভিডিওটি যদি আপত্তিকর হয়, তখন বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে আপনি ইচ্ছা করলে খুব সহজেই এই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ আপনাকে ট্যাগ করা ছবি বা ভিডিওটি আপনি ছাড়া আর কেউ দেখবে না এমন ব্যবস্থা করতে পারেন। এর জন্য প্রথমে ফেসবুকে ঢুকে করে ওপরে ডান পাশের Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন নিচে থেকে Customize settings-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে পেইজের মাঝখানে Photos and videos you’re tagged in-এর ডান পাশে Edit settings-এ ক্লিক করে Who can see photos and videos I’m tagged in-এর ডান পাশে ক্লিক করে Customize নির্বাচন করে Make this visible to বক্সে ক্লিক করে Only Me নির্বাচন করে Save Setting-এ ক্লিক করুন। এখন আপনাকে আপনার কোনো বন্ধু কোনো ছবি বা ভিডিওতে ট্যাগ করলে সেই ট্যাগ করা ছবি বা ভিডিওটি শুধু আপনি দেখতে পাবেন, আপনার অন্য বন্ধুরা সেটি দেখবে না।

Thursday, June 16, 2011

অনলাইনে অভ্রের ব্যবহার

ওয়েবসাইটে একই সঙ্গে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোড ব্যবহার করলে একই ফন্টে বিভিন্ন রকম লেখা দেখা যায়। যেমন ধরুন, যখন বিজয় দিয়ে বাংলা লেখা হয়, তখন ফন্ট থাকে SutonnyMJ। ফন্ট SutonnyMJ নির্বাচন করা থাকলে ইংরেজি লেখা যায় না, লিখলে Invalid character দেখায়। আবার ইংরেজি লেখার জন্য Times New Roman ফন্ট নির্বাচন করা হলেতখন বাংলা লেখা যায় না। যদি ইউনিকোড সেটআপ করে ইউনিকোডের মাধ্যমে একই সঙ্গে বাংলা ও ইংরেজি লেখা হয় তবে কোনো সমস্যা হয় না। অভ্র ইউনিকোড ব্যবহার করে ফন্টে Vrinda নির্বাচন করে দিলে একই সঙ্গে একই ফন্টে বাংলা ও ইংরেজি লেখা দেখা যায়।তবে ইউনিকোড সমর্থিত কোনো সফটওয়্যার বা ওয়েবপেজ অন্য কোনো কম্পিউটারে নিয়ে চালানো হলে, সেই কম্পিউটারে এই ইউনিকোড থাকতে হয়। নয়তো মাঝেমধ্যে উল্টাপাল্টা বর্ণ দেখাবে। আর ডেটাবেইসে ইউনিকোড ব্যবহার করলে Character settings-এ UTF-8 নির্বাচন করে দিতে হয়।১১ দশমিক ৮ মেগাবাইটের অভ্র ইউনিকোড সফটওয়্যারের হালনাগাদ সংস্করণটি বিনা মূল্যে সরাসরি নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন http://omicronlab.com/download/setup_avrokeyboard_5.1.0.exe ঠিকানার ওয়েবসাইট থেকে, যার সঙ্গে একটি বাংলা বানান পরীক্ষক সফটওয়্যারও রয়েছে। বহনযোগ্য সংস্করণটি নামিয়ে নিতে পারেন http://omicronlab.com/download/portable_avrokeyboard_5.1.0.exe ঠিকানা থেকে। আর এ সফটওয়্যারটির প্রোগ্রামিং সংকেত (সোর্স কোড) বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন https://github.com/omicronlab/Avro-Keyboard/zipball/5.1.0 ঠিকানা থেকে।