Saturday, August 28, 2010

সহজেই পাবেন ঠিকানা

কিবোর্ড দিয়ে ওয়েবসাইট দেখার সফটওয়্যারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) যেতে হলে ইন্টারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে F6 কি চাপলেই হয়।আর অপেরা ব্রাউজারের ক্ষেত্রে F8 কি চাপতে হয়। আবার CTRL + L কি চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়।

Thursday, August 26, 2010

পেনড্রাইভ ফরম্যাট হচ্ছে না?

কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না।তবে এমন পরিস্থিতিতেও পেনড্রাইভ ফরম্যাট করা যায়। এ জন্য Start থেকে Control Panel-এ গিয়ে Administrative tools-এ দুই ক্লিক করুন। তারপর Computer Management-এ দুবার ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে Disk Management-এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সব কটি ড্রাইভের লিস্ট আসবে। সেখান থেকে পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।

Wednesday, August 25, 2010

ডাউনলোড শেষ, কম্পিউটার বন্ধ

রাতে ইন্টারনেটের গতি বেশি পাওয়ায় অনেকেই কম্পিউটারে বিভিন্ন ফাইল কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস নামানো শুরু করে (ডাউনলোড) ঘুমিয়ে পড়েন। ফাইল নামানো শেষ হলে কম্পিউটার চলতেথাকে এবং তা আবার ঘুম থেকে ওঠে কম্পিউটার বন্ধ করতে হয়। না হলে সারা রাত কম্পিউটার চালু থাকে এবং এতে অনেক বিদ্যুৎ অপচয় হয়।এ কাজটি স্বয়ংক্রিয়ভাবে করা যায়।খুব সহজেই কাজটি করা যাবে Free Download Manager সফটওয়্যার দিয়ে।এই সফটওয়্যারটি দিয়ে খুব দ্রুত নামানো যায় এবং এটি Resume সমর্থন করে। http://abcomputertips.blogspot.com/ 2010/08/blog-post.html ঠিকানা থেকে ৬ মেগাবাইটের এই সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিন।এবার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন।এখন সফটওয়্যারটি খুলে এর ওপরে Tools থেকে Shutdown computer when done-এ ক্লিক করুন। এখন থেকে এই সফটওয়্যারটি দিয়ে কোনো কিছু নামালে নামানোর কাজটি শেষ হলে নিজে থেকেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে।এই অপশনটি বাদ দিতে চাইলে একইভাবে আবার Tools থেকে Shutdown computer when done-এ ক্লিক করুন।
 —মো. আমিনুর রহমান

Tuesday, August 24, 2010

পেনড্রাইভে ভাইরাস আক্রান্ত ফাইল পুনরুদ্ধার

অনেক সময় দেখা যায় পেনড্রাইভে ভরে দরকারি কোনো ফাইল নিয়ে গেলেন প্রিন্ট করার জন্য। তখন আপনার পেনড্রাইভটি নিয়ে ভালো কোনো কম্পিউটারে (যে কম্পিউটারে ভাইরাস নেই এবং সাম্প্রতিকতম অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে) পরীক্ষা করবেন। পরীক্ষা বা স্ক্যান করার সময় হয়তো দেখা গেল পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম রয়েছে। ভাইরাস আক্রান্ত কিছু ফাইলকে অ্যান্টিভাইরাস মুছে দিতে পারে।স্ক্যান শেষ হওয়ার পর পেনড্রাইভ ফাঁকা দেখাতে পারে।অর্থাৎ পেনড্রাইভে কিছুই নেই।ভয়ের কিছু নেই।এমন হলে পেনড্রাইভে মাউসের ডান ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে দেখা যাবে, পেনড্রাইভে কিছু ফাইল বা ডেটা আছে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। সেগুলো দেখার জন্য My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-এ ক্লিক করুন। এখন Show hidden files and folders-এ টিক চিহ্ন দিন এবং Hide extensions.. এবং Hide protected.. বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকানো অবস্থায় দেখা যাচ্ছে এবং সেগুলো ভালো আছে, নষ্ট হয়নি। পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নেবেন। জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে ডান ক্লিক করে Send to Compressed (Zipped)-এ ক্লিক করুন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All-এ ক্লিক করে পরপর দুবার Next-এ ক্লিক করতে হবে।

Tuesday, August 10, 2010

নৈতিকতার শিক্ষা

গত ২১ জুলাই প্রথম আলোয় ‘শেখালেই কি উন্নত মানুষ হবে?’ শিরোনামে লেখাটির জন্য লেখক রুখসানা তাজীনকে ধন্যবাদ। যৌন নিপীড়ক বলে প্রমাণিত হওয়ার পরও যখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকই থেকে যান তখন মনে প্রশ্ন জাগে বিদ্যালয়ে থাকতে যেসব নীতিবাক্য পড়েছিলাম, যেমন: দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য—সেগুলো কি শুধুই পরীক্ষা পাসের জন্য, নাকি জীবনের জন্য। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক এমন কাজ করেন আর কিছু শিক্ষক তাঁকে রক্ষায় ব্যতিব্যস্ত হয়ে পড়েন তখন সেই শিক্ষকদের নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে।দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের মেডিকেলে পড়তে দেখা যায়। তাঁরাই যখন পাস করে কর্মক্ষেত্রে নিয়োগ পান তখন তাঁদের মধ্যে থেকেই অনেকে সরকারি অফিসের কাজ ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন, ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করে শুধু সেই কোম্পানির ওষুধ লেখেন, ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চুক্তি করে শুধু সেই ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠান, তখন মনে প্রশ্ন জাগে—শিক্ষার আসল উদ্দেশ্য কী?
শিশুরা পরিবেশ থেকে শেখে। পরিবার, সমাজ এবং বিদ্যালয়ও থেকে শেখে। কিন্তু পরিবারই বা শিশুকে কতটুকু সুশিক্ষা দিতে পারছে। তারা কোথায় থেকে শিখেছে। আমাদের দেশে তো প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় কোথাও নৈতিকতার শিক্ষা দেওয়া হয় না। তাহলে একটা শিশু কীভাবে নৈতিকতার শিক্ষা লাভ করবে। প্রাকৃতিকভাবে একটা শিশু নৈতিকতার শিক্ষা লাভ করবে এমনটা আশা করা বোকামি ছাড়া আর কিছুই না।সরকারের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক নৈতিকতার শিক্ষা অন্তর্ভুক্ত করা যায় কি না, সেটা একটু ভেবে দেখবেন কি?
মো. আমিনুর রহমান।