Monday, August 3, 2009

উইন্ডোজ এক্সপিকে কিছুদিন পিছিয়ে নিন

সারা দেশের সময় এক ঘণ্টা এগিয়ে গেছে। কম্পিউটারের সময়ও তাল মিলিয়েছে এখনকার সময়ের সঙ্গে। আবার আপনি চাইলে কম্পিউটারের সময়কে পিছিয়েও দিতে পারেন। কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন—এমনকি কয়েক মাস পর্যন্ত। অনেক সময় কন্ট্রোল প্যানেলের Add or Remove Programs থেকে কোনো সফটওয়্যার মুছে ফেলতে (আনইনস্টল) করার সময় বা ভুল করে C:\ ড্রাইভ থেকে যদি অপারেটিং সিস্টেমের জরুরি কোনো ফাইল মুছে যায় তবে কম্পিউটার ঠিকভাবে চলে না। অপারেটিং সিস্টেমের ফাইল হারিয়েছে (মিসিং), এমন বার্তা দেখায় এবং অনেক সমস্যার সৃষ্টি হয়। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে কিছুদিন পিছিয়ে দিতে হবে।অর্থাত্ আনুমানিক যে তারিখ আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখে নিয়ে যান। আর এটি করতে হলে প্রথমে C:\WINDOWS\System32\Restore-এ গিয়ে rstrui.exe-এ দুই ক্লিক করুন। নতুন উইন্ডো এলে সেটিতে Restore my computer to an earlier time নির্বাচন করে Next-এ ক্লিক করুন। দেখবেন, একটি ক্যালেন্ডার এসেছে। এখন যে তারিখ আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখ বেছে নিয়ে (শুধু বোল্ড তারিখগুলো সিলেক্ট করতে পারবেন) Next-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে আবার ঘবীঃ-এ ক্লিক করুন। দেখবেন, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে আবার চালু হয়েছে।সঙ্গে এসেছে সফলতার বার্তা। মানে আপনার কম্পিউটারের সমস্যা ঠিক হয়ে গেছে। আর যদি তাতে ঠিক না হয়, তাহলে আবার অন্য কোনো তারিখ নির্বাচন করেও রিস্টোর করতে পারেন। এখন করা রিস্টোরটি আবার আনডুও করতে পারবেন।
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment