Saturday, November 26, 2011

জিমেইলের তথ্য রেখে দিন

আজকাল ই-মেইল ঠিকানা, ফেসবুক ঠিকানা বেদখল(হ্যাকড) হওয়া একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। অনেক দিনের পুরোনো ই-মেইল ঠিকানা হারিয়ে গেল সমস্যাই।ওই ঠিকানায় অনেক গুরুত্বপূর্ণ ই-মেইল, তথ্য ইত্যাদি থাকে।অনেক চেষ্টা করেও সেটি আর পনরুদ্ধার না করা গেলে সমস্যাটা বেশ গুরুতর হয়ে দাঁড়ায়।
আপনি চাইলেই আপনার জিমেইলের সব ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণকরে (ব্যাকআপ) রাখতে পারেন আপনার কম্পিউটার বা অন্য কোনো জিমেইল ঠিকানায়। এটি করার জন্য প্রথমে http://home.zcu.cz/~honzas/gmb/gmail-backup-0.107.exe ঠিকানা থেকে ৪ মেগাবাইটের জিমেইল ব্যাকআপ সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করে নিন। এখন সফটওয়্যারটি খুলে জিমেইল ঠিকানা, পাসওয়ার্ড, কোথায় সেইভ করতে চান, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তথ্য রাখতে চান লিখে ব্যাকআপ বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। জিমেইলে ব্যাকআপ ফাইল তৈরি হয়ে যাবে। আবার রিস্টোর করতে চাইলে একই পদ্ধতিতে সফটওয়্যারটি খুলে জিমেইল ঠিকানা, পাসওয়ার্ড, কোন জায়গা থেকে রিস্টোর করতে চান (হার্ডডিস্কের যে জায়গায় ব্যাকআপ রেখেছেন), কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রিস্টোর করতে চান, সেসব লিখে রিস্টোর বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন জিমেইলের সব তথ্য রিস্টোর হয়ে গেছে। 
—মো. আমিনুর রহমান

Thursday, November 24, 2011

ইন্টারনেট সংযোগ ছাড়াই জিমেইল দেখা যাবে

কম্পিউটারে বসে ইন্টারনেটে কাজ করছেন। কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা ইন্টারনেটের গতি খুব কম। কিন্তু এখন আপনার জিমেইলে ই-মেইল এসেছে কি না তা দেখা জরুরি। কী করবেন? জিমেইলের অফলাইন মোড নামে একটি সুবিধা আছে, যেটা সক্রিয় রাখলে ইন্টারনেটে যুক্ত না থেকেও (অফলাইন) জিমেইল চেক করতে পারবেন। এটি সক্রিয় করতে www.google.com/support/installer/bin/ answer.py?answer=126299 ঠিকানার ওয়েব পেইজ থেকে ২৪ মেগাবাইটের ওয়েবসাইট দেখার সফটওয়্যার গুগল ক্রোম বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করে নিন।যদি কম্পিউটারে গুগল ক্রোম ইনস্টল করা থাকে তবে এটা নামাতে হবে না।এখন https://chrome.google.com/webstore/detail/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk ঠিকানায় গিয়ে ওপরে ডান পাশ থেকে জিমেইলে ঢুকুন (সাইন-ইন)।
তারপর ওপরে ডান পাশ থেকে Add to Chrome-এ ক্লিক করুন। ছোট একটি সফটওয়্যার ইনস্টল করতে বললে ইনস্টল করুন। এখন ওপরে ডান পাশ থেকে Launch App-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে Allow offline mail নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। এখন অফলাইন মোডে আপনার জিমেইলের ইনবক্স দেখতে পাবেন। এই পেইজটিই হলো অফলাইন মোডে জিমেইল।
সম্পূর্ণ জিমেইল অর্থা ৎ ইনবক্স, আউটবক্স, সেন্ট মেইল, ড্রাফটস, ক্যালেন্ডার, ডকস, স্প্রেডশিট ইত্যাদি দেখতে চাইলে বা সম্পাদনা করতে চাইলে ওপরে ডান পাশে Menu-এ ক্লিক করুন। কারও কাছে ই-মেইল পাঠাতে হলে Compose-এ ক্লিক করে মেইল লিখে Send-এ ক্লিক করলে আপনার ই-মেইলটি যাওয়ার জন্য রেডি হয়ে আউট বক্সে থেকে যাবে। যখনই আপনার ব্রাউজার ইন্টারনেট সংযোগ পাবে, সঙ্গে সঙ্গে মেইলটি চলে যাবে। 
—মো. আমিনুর রহমান

Sunday, November 13, 2011

দ্রুত ফাইল নামাতে চান?

বিভিন্ন কারণে নানাকিছু (গান, সফটওয়্যার) ইন্টারনেট থেকে নামানোর (ডাউনলোড) করার প্রয়োজন পড়ে। আপনি যে ফাইল বা সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চান, সেটি যদি অনেক বড় হয়, তাহলে ডাউনলোড করতে অনেক সময় লাগে। এর মধ্যে যদি বিদ্যুৎ চলে যায় বা কোনো কারণে ডাউনলোড বন্ধ হয়ে যায়, তাহলে তা আবার নতুন করে ডাউনলোড করতে হয়। অথচ আপনি ডাউনলোডের এই কাজটি খুব সহজেই করতে পারেন Free Download Manager সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটি দিয়ে খুব দ্রুত ডাউনলোড করা যায় এবং এটি Resume (কোনো ফাইলের কিছু অংশ ডাউনলোড করে বন্ধ করে দিলেন তারপর আবার যখন ডাউনলোড শুরু করবেন, তখন তার পর থেকে অর্থাৎ আগে যত পার্সেন্ট ডাউনলোড হয়েছিল, সেখান থেকে ডাউনলোড শুরু হবে) সমর্থন করে। মাত্র ৬ দশমিক ৫ মেগাবাইটের http://www.freedownloadmanager.org/download.htm ঠিকানা থেকে এই সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন।
—মো. আমিনুর রহমান