আজকাল ই-মেইল ঠিকানা, ফেসবুক ঠিকানা বেদখল(হ্যাকড) হওয়া একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। অনেক দিনের পুরোনো ই-মেইল ঠিকানা হারিয়ে গেল সমস্যাই।ওই ঠিকানায় অনেক গুরুত্বপূর্ণ ই-মেইল, তথ্য ইত্যাদি থাকে।অনেক চেষ্টা করেও সেটি আর পনরুদ্ধার না করা গেলে সমস্যাটা বেশ গুরুতর হয়ে দাঁড়ায়।
আপনি চাইলেই আপনার জিমেইলের সব ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণকরে (ব্যাকআপ) রাখতে পারেন আপনার কম্পিউটার বা অন্য কোনো জিমেইল ঠিকানায়। এটি করার জন্য প্রথমে http://home.zcu.cz/~honzas/gmb/gmail-backup-0.107.exe ঠিকানা থেকে ৪ মেগাবাইটের জিমেইল ব্যাকআপ সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করে নিন। এখন সফটওয়্যারটি খুলে জিমেইল ঠিকানা, পাসওয়ার্ড, কোথায় সেইভ করতে চান, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তথ্য রাখতে চান লিখে ব্যাকআপ বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। জিমেইলে ব্যাকআপ ফাইল তৈরি হয়ে যাবে। আবার রিস্টোর করতে চাইলে একই পদ্ধতিতে সফটওয়্যারটি খুলে জিমেইল ঠিকানা, পাসওয়ার্ড, কোন জায়গা থেকে রিস্টোর করতে চান (হার্ডডিস্কের যে জায়গায় ব্যাকআপ রেখেছেন), কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রিস্টোর করতে চান, সেসব লিখে রিস্টোর বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন জিমেইলের সব তথ্য রিস্টোর হয়ে গেছে।
আপনি চাইলেই আপনার জিমেইলের সব ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণকরে (ব্যাকআপ) রাখতে পারেন আপনার কম্পিউটার বা অন্য কোনো জিমেইল ঠিকানায়। এটি করার জন্য প্রথমে http://home.zcu.cz/~honzas/gmb/gmail-backup-0.107.exe ঠিকানা থেকে ৪ মেগাবাইটের জিমেইল ব্যাকআপ সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করে নিন। এখন সফটওয়্যারটি খুলে জিমেইল ঠিকানা, পাসওয়ার্ড, কোথায় সেইভ করতে চান, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তথ্য রাখতে চান লিখে ব্যাকআপ বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। জিমেইলে ব্যাকআপ ফাইল তৈরি হয়ে যাবে। আবার রিস্টোর করতে চাইলে একই পদ্ধতিতে সফটওয়্যারটি খুলে জিমেইল ঠিকানা, পাসওয়ার্ড, কোন জায়গা থেকে রিস্টোর করতে চান (হার্ডডিস্কের যে জায়গায় ব্যাকআপ রেখেছেন), কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রিস্টোর করতে চান, সেসব লিখে রিস্টোর বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন জিমেইলের সব তথ্য রিস্টোর হয়ে গেছে।
—মো. আমিনুর রহমান