Thursday, July 22, 2010

ইউটিউবের ভিডিও নামান সহজে

ইউটিউবের ভিডিও নামানোর (ডাউনলোড) জন্য সরাসরি কোনো লিংক না থাকায় ভিডিও নামাতে সমস্যা হয়। ওয়েবসাইট দেখার মুক্ত সফটওয়্যার মজিলা ফায়ারফক্সের সঙ্গে ছোট একটি সফটওয়্যার যোগ করে খুব সহজেই ইউটিউবের ভিডিও নামানো যাবে। এ জন্য প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/downloads/latest/10137/addon-10137-latest.xpi?src=addondetail ঠিকানা থেকে ফাইলটি ইনস্টল করে নিন। তারপর ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার ইউটিউবের যে ভিডিওটি নামাতে চান, মজিলা ফায়ারফক্সে সেটি খুলুন। ভিডিওটির নিচে Download As নামে একটি বাটন যোগ হবে। সেখানে ক্লিক করলে FLV, 3GP, MP4, HD, Full-HD, MP3 ইত্যাদি লেখা দেখা যাবে। সেখান থেকে যে লেখাটির ওপর ক্লিক করবেন, ইউটিউবের ভিডিওটি সেই ফরম্যাটেই আপনার কম্পিউটারের ডেস্কটপে নামানো যাবে।

Wednesday, July 21, 2010

বেনামে মোবাইলের সিম বিক্রি

গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেক ভালো কাজের একটা ছিল, নিজ নামে মোবাইলের সিম রেজিস্ট্রেশন করা। এতে অপরাধের প্রবণতা অনেক কমে গিয়েছিল। মোবাইলের সিম যদি নিজের নামে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে অপরাধীরা মোবাইলে কোনো অপরাধ করার আগে চিন্তা করে। কিন্তু নিজের নামে সিম রেজিস্ট্রেশন করা না থাকলে অপরাধীরা মনে করে, এত সহজে আমাকে ধরতে পারবে না। তখন অপরাধের প্রবণতাও বেড়ে যায়। কিন্তু বর্তমানে মফস্বলসহ শহরের অনেক জায়গায় বেনামে মোবাইলের সিম বিক্রি হয়। যেসব দোকানে মোবাইলের সিম বিক্রি হয়, সেখানে তাদের কাছে বিটিআরসির ফরম থাকে। কেউ যদি তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি না নিয়ে যায়, তাহলে সেই বিটিআরসির ফরম পূরণের মাধ্যমে মোবাইলের সিম বিক্রি করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, ছবি এবং বিটিআরসির ফরম পূরণ ছাড়াই বেনামে সিম বিক্রি করা হয়। পরে দোকানিরা স্টুডিও থেকে ছবি এনে নিজে নিজে সত্যায়িত করে, নিজেই বিটিআরসির ফরম পূরণ করে জমা দেয়। এতে করে বর্তমানে প্রত্যেকের সিম রেজিস্ট্রেশন করা থাকলেও কয়জনের সঠিক পরিচয় দিয়ে সিম রেজিস্ট্রেশন করা আছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর যাদের অসৎ উদ্দেশ্য থাকে, তারাই বেনামে সিম কেনে। এতে করে দিন দিন মোবাইল অপরাধ বেড়েই যাচ্ছে। দেশে মোবাইল অপরাধ বন্ধের স্বার্থে বেনামে যাতে মোবাইলের সিম বিক্রি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করছি।
মো. আমিনুর রহমান, শাবিপ্রবি, সিলেট।

Saturday, July 17, 2010

Saturday, July 10, 2010

ওয়েবসাইটে ডিভি লটারি ২০১১-এর ফলাফল

ওয়েবসাইট থেকে ডিভি লটারি ২০১১-এর ফলাফল জানা যাবে। ফলাফল জানতে যেতে হবে www.dvlottery.state.gov/ESC/(S(pk4z1s45a3jxnf25fksnmiy0))/Secure/StatusCheck.aspx ঠিকানার ওয়েবসাইটে। এবার Confirmation Number বক্সে নিশ্চিতকরণ নম্বর (ডিভি ফরম পাঠানোর পর নিশ্চিতকরণ চিঠিতে উল্লেখ করা নম্বর) দিন। এবার Last/Family Name বক্সে নামের শেষ অংশ এবং Year of Birth বক্সে জন্মতারিখের শুধু বছর লিখে Continue-এ ক্লিক করুন।