গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেক ভালো কাজের একটা ছিল, নিজ নামে মোবাইলের সিম রেজিস্ট্রেশন করা। এতে অপরাধের প্রবণতা অনেক কমে গিয়েছিল। মোবাইলের সিম যদি নিজের নামে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে অপরাধীরা মোবাইলে কোনো অপরাধ করার আগে চিন্তা করে। কিন্তু নিজের নামে সিম রেজিস্ট্রেশন করা না থাকলে অপরাধীরা মনে করে, এত সহজে আমাকে ধরতে পারবে না। তখন অপরাধের প্রবণতাও বেড়ে যায়। কিন্তু বর্তমানে মফস্বলসহ শহরের অনেক জায়গায় বেনামে মোবাইলের সিম বিক্রি হয়। যেসব দোকানে মোবাইলের সিম বিক্রি হয়, সেখানে তাদের কাছে বিটিআরসির ফরম থাকে। কেউ যদি তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি না নিয়ে যায়, তাহলে সেই বিটিআরসির ফরম পূরণের মাধ্যমে মোবাইলের সিম বিক্রি করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, ছবি এবং বিটিআরসির ফরম পূরণ ছাড়াই বেনামে সিম বিক্রি করা হয়। পরে দোকানিরা স্টুডিও থেকে ছবি এনে নিজে নিজে সত্যায়িত করে, নিজেই বিটিআরসির ফরম পূরণ করে জমা দেয়। এতে করে বর্তমানে প্রত্যেকের সিম রেজিস্ট্রেশন করা থাকলেও কয়জনের সঠিক পরিচয় দিয়ে সিম রেজিস্ট্রেশন করা আছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর যাদের অসৎ উদ্দেশ্য থাকে, তারাই বেনামে সিম কেনে। এতে করে দিন দিন মোবাইল অপরাধ বেড়েই যাচ্ছে। দেশে মোবাইল অপরাধ বন্ধের স্বার্থে বেনামে যাতে মোবাইলের সিম বিক্রি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করছি।
মো. আমিনুর রহমান, শাবিপ্রবি, সিলেট।