Saturday, November 21, 2009

Saturday, November 14, 2009

খেলা

Monday, November 2, 2009

ভিডিও ফাইলের আকার কমিয়ে নিন

আজকাল অনেক ওয়েবসাইটে বাংলা নাটকের ভিডিও পাওয়া যায়। সাধারণত এসব ফাইল *.wmv ফরম্যাটের হয়ে থাকে। আর এসব সংকোচন (কমপ্রেস) করা থাকে। কিছু কিছু ভিডিওর গ্রাফিকসের মান থাকে খুবই নিম্নমানের, যেগুলো দেখতে বেশি মেমোরির গ্রাফিকস কার্ডের প্রয়োজন হয়। আবার কিছু কিছু ফাইলের আকার এত বেশিথাকে যে, এসব নামাতে (ডাউনলোড) অনেক সময় লাগে।চাইলে উইন্ডোজ মুভি মেকার সফটওয়্যার ব্যবহার করে ভিডিও ফাইলের আকার কমাতে পারেন।এতে গ্রাফিকসের মানও ততটা খারাপ হবে না। এ জন্য প্রথমে মাই কম্পিউটার খুলে Tools\Folder Options\View-এ ক্লিক করে Hide extensions for known file types বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন যে ফাইলটির আকার কমাবেন সেটির ফাইল সিস্টেম যদি .dat হয় তাহলে Rename করে .dat-এর পরিবর্তে .mpg লিখুন এবং এন্টার করুন।এখন Start\All Programs-এ গিয়ে Windows Movie maker চালু করুন। তারপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন। যে ফাইলটির আকার কমাতে চান সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ফাইলটিতে মাউস রেখে ডান ক্লিক করে Add to Storyboard-এ ক্লিক করুন। এবার File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো আসলে Next-এ ক্লিক করুন। তারপর আবার Next-এ ক্লিক করুন। এখন Show more choices-এ ক্লিক করে other settings থেকে video for broadband (150 kbps) নির্বাচন করে Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। এখন My Documents থেকে My Videos-এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলের আকার দশ ভাগের এক ভাগ হয়ে গেছে।
—মো. আমিনুর রহমান